ইউনিয়ন পরিষদের কার্যবলী |
|
১. আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা। |
আইন, শৃংখলা রক্ষা |
২. অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা |
অপরাধ দমন |
৩. জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিকল্পে কৃষি,বন, বৃক্ষরোপন, মৎস ও পশু সম্পদ,শিক্ষা,স্বাস্থ্য, কুটির শিল্প,যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা |
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন |
৪. পরিবার পরিকল্পনা কাযর্ক্রমের প্রসার ঘটানো |
পরিবার পরিকল্পনা |
৫. স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা। |
স্থানীয় সম্পদের উন্নয়ন |
৬. জনগণের সম্পত্তি যথা: রাস্তা, কালভার্ট, বাধ, খাল, বিদুৎলাইন, সরকারী সম্পতি ইত্যাদি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষন করা: |
সম্পত্তি রক্ষণাবেক্ষন |
৭. ইউনিয়ন পযার্য়ে সকল সংস্থার উন্নয়ন কার্যাবলী পযালোচনা করা এবং উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ পেশ করা: |
উন্নয়ন কার্যাবলী |
৮. স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে প্রচারণা চালানো: |
স্বাস্থ্যসম্মত বিষয় |
৯. জন্ম, মৃত্যু, বিবাহ, অদ্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা: |
নিবন্ধন সংক্রান্ত |
১০. সব ধরণের শুমারী পরিচালনা করা। |
শুমারী |
ইহা ছাড়াও ইউনিয়ন পরিষদ আরো ৩৮টি ঐচ্ছিক কাজ বা সেবা প্রদান করতে পারবে। জাতীয় সরকারের নিবার্হী আদেশের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ নিম্নোক্ত সেবা বা কাজ গুলো করবে: ১. বিভিন্ন প্রকার সনদপত্র প্রদান। ২. ত্রাণ সামগ্রী বিতরণ। ৩. ব্যাংক ঋণ প্রদাণের ক্ষেত্রে সনাক্তকরণ। ৪. চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার বিষয়ে রোগীদের পরামর্শ প্রদান। ৫. নারী/শিশু নিযার্তন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। ৬.পল্লীপূর্ত কর্মসূচী এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণা বেক্ষন কর্মসূচী বাস্তবায়ন। ৭. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা প্রদান। ৮. বিবিধ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস